Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাফেজা আজিজার দৃষ্টান্ত স্থাপন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১০:৩৮ পিএম

দেশের অন্যতম শিক্ষা ব্যবস্থা কাউমী সিলসিলার সনদ প্রাপ্ত আজিজা আল হুসনা (হানান)। সংসার জীবনে ১ ছেলে ৩ মেয়ে সন্তানের জননী। বাচ্চাদের লালন পালন, পড়াশোনা থেকে সংসারের সব কাজ আঞ্জাম দিয়েছেন ঠিক মতো। দুনিয়াবী কাজ, সামাজিকতা তো আছেই। তাতে কোন গাফিলতি নেই। এক্কেবারে পরিপাটি একজন গৃহবধূ। আদর্শ মা হিসেবেও পরিবারজুড়ে তার সুনাম। এসব কিছুর মাঝেও মহান একটি কর্ম সম্পাদন করে দৃষ্টান্ত দেখিয়েছেন আজিজা আল হুসনা (হানান)। পবিত্র কুরআনের ৩০ পারা খতম (মুখস্ত) করেছেন তিনি। তাও মাত্র ১ বছরে।

সংসারের অসংখ্য ব্যস্ততার ফাঁকে তিনি যে কাজটি করেছেন, তা দেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। কুরআন হিফজ করার পেছনে সারাক্ষণ অনুপ্রেরণা যুগিয়েছেন দারুল আরক্বম মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী। যিনি হাফেজা আজিজা আল হুসনা (হানান) এর গর্বিত স্বামী।

এ উপলক্ষে সোমবার (৮ নভেম্বর ২০২১) বিকালে পর্যটন শহরের অভিজাত আবাসিক হোটেলের কনফারেন্স হলে আয়োজন করা হয় বিশেষ হিফজ সমাপনী ও হিজাব প্রদান অনুষ্ঠান। সেখানে আজিজা আল হুসনা (হানান)কে বিশেষ সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী গোরকঘাটা মাদরাসার পরিচালক আল্লামা হাফেজ আবদুল গফুর।

হিফজ সমাপনীর অনুষ্ঠানে স্বামী হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজীকে ল্যাপটপ উপহার দেন হাফেজা আজিজা আল হুসনা (হানান)। গর্বিত হাফেজ দম্পতির মা’দেরও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ক্বারী সাইফুল্লাহ কাসেমী, নুরুল হক, হাফেজ ডা. ফয়সাল বিন নুরুল হুদা, হাফেজ মাহমুদুল হাসান, হাফেজ মুদাচ্ছির, মাহবুবুর রহমান, জাফর আহমদ, মাওলানা ইশতিয়াক, হাফেজ শাহরিয়ার আসিফ, আবছার কামালসহ আত্মীয় ও সুধীজন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ