Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে বাম গণতান্ত্রিক জোটের ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১:৪১ পিএম

জ্বালানি তেলের মূল্য ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

আজ সোমবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্ট দিয়ে সচিবালয়ের সামনে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি শুরু করেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। সেখান থেকে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পল্টন হয়ে জিরো পয়েন্ট দিয়ে সচিবালয়ের সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধার মুখে নেতাকর্মীরা সেখানেই সমাবেশ করেন। সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেত্রী মোশরেফা মিশু, মোজাফফর আহমদসহ নেতারা বক্তব্য দেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ