Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ দফা দাবিতে চট্টগ্রামে বিজেএমসি কার্যালয় ঘেরাও

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ২:৩১ পিএম

বন্ধ পাটকল চালু, শ্রমিকদের বকেয়া পরিশোধ, শ্রমিক নেতা রহুল আমিনের মুক্তিসহ ছয় দফা দাবিতে বিজেএমসি’র আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে পাটকল রক্ষায় শ্রমিক কৃষক-ছাত্র-ঐক্য চট্টগ্রাম।

বুধবার তারা এই কর্মসূচি পালন করে। পরে পাটকল রক্ষায় শ্রমিক কৃষক-ছাত্র-ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিজেএমসি আঞ্চলিক কর্মকর্তাকে একটি স্মারকলিপি দেন। দাবিগুলো হল- অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় বন্ধ সকল পাটকল চালু ও পিপিপি-লিজ না দেওয়া, বদলি শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করা, ২০১৯ সালে সকল বকেয়া সপ্তাহ পরিশোধ করা, বদলি শ্রমিকদের লকডাউনের মজুরি পরিশোধ করা, অবসায়নকৃত বদলি শ্রমিকদের নোটিশ পে-মজুরি পরিশাধ করা, শ্রমিক নেতা রুহুল আমিনের নিঃশর্ত মুক্তি এবং পাটকল নেতাদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ