Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১:২৯ পিএম | আপডেট : ২:১৮ পিএম, ৮ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

আজ সোমবার সকালে এসইউপি উচ্চ বিদ্যালয় থেকে ধলাপাড়া ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, শরিফ হোসেন (১৪), আবু বকর (১৪) ও মো. সাঈম (১৪)। তাদের সবার বাড়ি উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বড়মেধার ঝাইপাটা গ্রামে। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী ছিলো।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে তিনবন্ধু মোটরসাইকেল নিয়ে বিদ্যালয় থেকে ইউনিয়ন পরিষদে যাচ্ছিল। যাওয়ার সময় ঘাটাইল সাগরদিঘি সড়কের ভূইয়াবাড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিন আরোহীর মৃত্যু হয়।

ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তিনজনই দশম শ্রেণির ছাত্র।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ৮ নভেম্বর, ২০২১, ২:৩৯ পিএম says : 0
    ইননালিললাহে অইননালিললাহে রাজেউন,কি বলবো এই দরনের মৃত্যুর খবর যখন শুনি অথবা দেখি ,মন খারাপ হয়ে যায়,কি করার আছে,আজ কাল আমাদের দেশের যে অবস্থা,বেশিরভাগ শিক্ষিত ছেলে বুঝতে চেষ্টা করে না যে আগের দিনে আর এখন পরাক আছে,এখন হুনডা নিয়ে বাহির হওয়া অরথাত মৃত্যু নিয়ে বাহির হওয়া,কিন্তু দুর্ভাগ্য ছেলেরা বুজতে চেষ্টা করে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ