মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দেশ পরিচালনায় সুদানের সামরিক বাহিনীর সঙ্গে ক্ষমতার ভাগাভাগি প্রত্যাখ্যান করে দুই দিন দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বেসামরিক প্রতিনিধি দল সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশন (এসপিএ)। রবি ও সোমবার দুইদিন ধর্মঘট চলবে। এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম । এসপিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক বাহিনীর সঙ্গে ক্ষমতার ভাগাভাগি হলে দেশ আরও বিপর্যয়ের দিকে যাবে। এই গোষ্ঠীটি ২০১৯ সালে সুদানের সাবেক প্রধানমন্ত্রী ওমর আল-বশির সরকারকে ক্ষমতা থেকে সরাতে মুখ্য ভ‚মিকা রাখে। এখন এই অ্যাসোসিয়েশন বলছে, সুদানের চলমান সংকট উত্তরণে আন্তর্জাতিক স¤প্রদায় সামরিক বাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগ করতে যে উদ্যোগ নিয়েছে তা কোনও ভাবেই সম্ভব নয়। বেসামরিক গোষ্ঠীটি আরও জানায়, ‘কোনও আলোচনা নয়, কোনও আপস নয়, ক্ষমতা ভাগাভাগিও নয়’। পূর্ণ বেসামরিক সরকার গঠন না হওয়া আগপর্যন্ত দেশজুড়ে আন্দোলন চলবে। সুদানের রাজধানী খার্তুমে থাকা আল-জাজিরার প্রতিনিধি হিবা মরগান জানান, এসপিএ দলটি বেসামরিক লোকদের স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় প্রধান সড়কগুলোতে ব্যারিকেড বসাতে বলেছে। এই বিষয়ে সবাইকে উৎসাহিত করারও আহŸান জানায়। এর আগে গত ২৫ অক্টোবর সুদানের অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই সুদানে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।