Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলশানে রিক্রিয়েশন ক্লাবের আড়ালে মাদক ব্যবসা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অবস্থিত অন্যতম নামীদামী ক্লাব ‘দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব’-এ নিয়মিত যাতায়াত ছিল উচ্চবিত্তদের। এর আড়ালে রিক্রিয়েশন ক্লাব কর্তৃপক্ষ রমরমা মাদক কারবারি চালাচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখে ফাঁকি দিয়ে ক্লাবের হলরুমে কার্পেটের নিচে কুঠুরি তৈরি এবং টয়লেটের সিলিংয়ের ভেতরে অবৈধ মদের বোতল ও বিয়ারের ক্যান রেখে মাদক কারবারি চালাত।

তবে র‌্যাব-১ এর গোয়েন্দা নজরদারিতে ক্লাবের এমন অনৈতিক কাজ নজরে আসে। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্লাবটিতে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালায় র‌্যাব। এ সময় ক্লাব থেকে চার শতাধিক বিদেশি মদের বোতল ও ১৪শর বেশি বিয়ারের ক্যান জব্দ করা হয়।
গতকাল র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, দীর্ঘদিন ধরে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে মাদক কারবারি গোয়েন্দা তথ্য ও অভিযোগ ছিল। এসব তথ্য যাচাই-বাছাই করে শুক্রবার রাতে ক্লাবটিতে অভিযান চালানো হয়। অভিযানে ক্লাবটির থেকে চার শতাধিক বিদেশি মদের বোতল ও ১৪ শর বেশি বিয়ার ক্যান জব্দ করা হয়েছে।

ক্লাবটি থেকে পাওয়া এসব বিয়ার ও মদ সম্পূর্ণ অবৈধ ছিল উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সব ধরনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে গুলশান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি প্রক্রিয়াধীন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক ব্যবসা

২২ ফেব্রুয়ারি, ২০২২
১১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ