Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুলনায় মাদক ব্যবসায়ীকে অভিনব ৮ টি শর্তযুক্ত দন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৪:০৯ পিএম

খুলনায় অভিনব ৮ টি শর্তযুক্ত দন্ড দেয়া হয়েছে এক মাদক ব্যবসায়ীকে। আজ বৃহষ্পতিবার দুপুরে খুলনার জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো আজাহারুল ইসলাম এ দন্ড দেন। আসামি সোহেল মোল্লাকে দেয়া শর্তগুলি হলো, আসামি সোহেল মোল্লা ধূমপান করতে পারবে না। প্রতিমাসে একদিন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডুমুরিয়া স্বেচ্ছাশ্রম ভিত্তিতে সেবামুলক কাজ করবে। মাদক বিরোধী কার্যক্রমে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে প্রবেশনাল কর্মকর্তা খুলনার নির্দেশক্রমে মাদক বিরোধী প্রচারনায় অংশ নেবে। মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। এই বই পড়া শেষে প্রবেশনাল কর্মকর্তাকে অবহিত করতে হবে। আসামিকে নিজ বাড়ীর আঙ্গিনায় ও তার গ্রামের মধ্যে সরকারি রাস্তায় বনজ গাছ রোপন করবে। একই সময় তার বৃদ্ধ পিতামাতেকে দেখাশুনা ভরণপোষণের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। । এক বছর তাকে আদালতের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। প্রবেশনাল সময় সব শর্ত না মানলে ছয় মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হবে।
আদালত সূত্র জানায়, ২০ গ্রাম গাজাঁসহ গত বছর মার্চে ডুমুরিয়া উপজেলা থেকে সোহেল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তার কম বয়স ও ভবিষ্যতের কথা বিবেচনায় এনে আদালত এ দন্ড দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক ব্যবসায়ী

২২ ফেব্রুয়ারি, ২০২২
৬ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ