বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের চারটি জেলায় ২৩টি স্কুল-কলেজকে বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তবে সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে বাছাই হবে এসব স্কুল ও কলেজ। প্রতিটি প্রতিষ্ঠানকে প্রদান করা হবে ৬০ হাজার টাকা হারে। এ হিসেবে সিলেটের ২৩টি বেসরকারি স্কুল-কলেজ বরাদ্দ পাচ্ছে মোট ১৩ লাখ ৮০ হাজার টাকা। মূলত গবেষণা সরঞ্জামাদি কিনতে এ টাকা দেবে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তথ্য মতে, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা থেকে ৬টি করে এবং মৌলভীবাজার জেলা থেকে বাছাই করা হবে ৫টি স্কুল-কলেজ। প্রতিষ্ঠানগুলো বাছাই করতে প্রতিটি জেলার জেলা প্রশাসককে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিষ্ঠানগুলোর তালিকা মন্ত্রণালয়ে পাঠাবেন জেলা প্রশাসকগণ। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গবেষণা সরঞ্জামাদি খাতে সারাদেশে বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে। প্রতিটি প্রতিষ্ঠানকে প্রদান করা হবে ৬০ হাজার টাকা হারে। এখাতে বরাদ্দের সর্বমোট ব্যয় দুই কোটি সাত লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।