বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় সব ধরণের অভ্যন্তরীণ ও দূর পাল্লার গাড়ির চাকা বন্ধ রয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশের মত খুলনায়ও শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে, হঠাৎ পরিবহন ধর্মঘটে ক্ষুদ্ধ সাধারণ মানুষ। তারা বলছেন, সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায় করা ঠিক নয়। তবে, যানবাহন চলাচল বন্ধ থাকায় জুরুরি প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে ট্রেন পথকে বেছে নিচ্ছেন অনেকে। ফলে যাত্রীচাপ বেড়েছে ট্রেনে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশনের ডাকে এ ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। পরিবহন বন্ধ থাকায় বিকল্প হিসেবে ট্রেন পথকে বেছে নিচ্ছেন অনেকে। বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও সরকারি চাকরি প্রার্থীরা। এছাড়া জরুরি কাজে যাদের খুলনা থেকে ঢাকায় যাওয়ার কথা তারাও পড়েছেন বিপাকে।
শুক্রবার সকাল থেকে খুলনার কেন্দ্রীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এ সুযোগে মাহেন্দ্র, মিনি পিকআপ, মাইক্রোবাসসহ ছোট গাড়িগুলোতে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে। বাস চলাচল বন্ধ থাকায় খুলনা রেল স্টেশনে যাত্রীদের তীব্র চাপ বেড়েছে। অনেকে টিকিট না পেলেও জোর করে ট্রেনে উঠছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।