টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে গিয়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি সৌম্য সরকার। তার মতো তারকার বাজে পারফরম্যান্সের কারণেই প্রত্যাশার ফাঁকা বেলুন উপহার পেল বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ৫ রানে আউট হন সৌম্য।
মূলপর্বে তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে যথাক্রমে ১৭, ০ ও ৫ রানে আউট হন সৌম্য সরকার।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে চার ম্যাচে ৬.৭৫ গড়ে মাত্র ২৭ রান করার সুযোগ পান এই তারকা ক্রিকেটার।
প্রসঙ্গত, বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। এরপর টানা দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে হেরে মূলপর্বের টিকিট নিশ্চিত করে টাইগাররা।
তবে বিশ্বকাপের মূলপর্বে শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা হেরে শূন্য হাতেই দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ দল।