Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু, পক্ষপাতহীন ও উৎসবমুখর -জেলা প্রশাসক মামুনুর রশীদ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০১ পিএম

কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর।
পক্ষপাতহীনভাবে এই নির্বাচন
অনুষ্ঠানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। এজন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও আন্তরিক ভূমিকা রাখতে হবে।
নির্বাচন নিয়ে কেউ আচরণবিধি লংঘন ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। সারাদেশের মতো কক্সবাজারেও নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসব মুখর পরিবেশে। জনগণ যাকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন।
জেলা প্রশাসক উখিয়া ও
রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উল্লেখ্য আগামী ১১ নভেম্বর উখিয়া,রামু ও কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোট গ্রহণ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ