Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ঐক্য ছাড়া রক্ষা নেই

প্রেসক্লাবে খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:১০ এএম

বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে দুর্নীতি-দুর্যোগ, গুম-খুন, রাহাজানি-চাঁদাবাজী থেকে মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এই সরকারকে ক্ষমতায় রেখে এটা কখনোই সম্ভব হবে না। অতীতে তার প্রমাণ আছে। অতত্রব এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তার জন্য জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। যারা গণতান্ত্রিক, দেশপ্রেমিক তাদের সকলের ঐক্য প্রয়োজন। ঐক্য ছাড়া রক্ষা নেই। এই ঐক্যের জন্য প্রস্তুতি নিতে হবে। গতকাল বুধবার জাতীয় প্রেসসক্লাবে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার না হয় এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। আর বিএনপিসহ গণতান্ত্রিক দেশপ্রেমিক দলগুলো সেই নির্বাচনে যাবে না। আমাদের এক কথা বলে দিচ্ছি- নির্দলীয় সরকার না হলে আমরা নির্বাচনে যাবো না, সংলাপেরও প্রশ্ন নেই। এই সরকার ক্ষমতায় থাকলে তারা নির্দলীয় সরকার দেবে না। সেজন্য আমাদেরকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। আপনারা বিএনপির সাহসের কথা বলেন। ইনশাল্লাহ তারেক রহমানের সাহস, বেগম খালেদা জিয়ার সাহস এবং এদেশের গণতান্ত্রিক দেশপ্রেমিক জনগণের নেতাদের সাহস ভবিষ্যতে শেখ হাসিনা দেখবেন আমার বিশ্বাস। সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, অঙ্গসংগঠনের শাহজাহান সম্রাট প্রমূখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ঐক্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ