প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে কনসার্টের আয়োজন শুরু হয়েছে। ইনডোরে এসব কনসার্ট অনুষ্ঠিত হলেও এবার উন্মুক্ত স্থানে বড় পরিসরে হতে যাচ্ছে কনসার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার পর সেখানে অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপী কনসার্ট। আগামী ৫ ও ৬ নভেম্বর এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে অংশ নেবে দেশের নামকরা ব্যান্ড দল। এ তালিকায় রয়েছে শিরোনামহীন, জলের গান, অ্যাভয়েডরাফা, বে অব বেঙ্গল, ম্যাকানিক্স, বাংলা ফাইভ ব্যান্ড, পরাহ, আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, সিন, ইট্রোইট, স্যাভাগেরি, চিত্রপট, ফিউসড, কাল, গল্লি বয় তবিব-রানা, কৃষ্ণপক্ষ ও চাঁদের গাড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক এক ছাত্রের সাহায্যার্থে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। তবে এতে কোনও টিকিট থাকবে না। শিরোনামহীন ব্যান্ডের প্রধান জিয়া রহমান বলেন, অয়ন ভট্টাচার্য চারুকলা অনুষদের ছাত্র। তিনি খুবই অসুস্থ। তার জন্যই এ আয়োজন হবে। আমরা সবাই বিনা পারিশ্রমিকে গাইবো। কনসার্টে টিকিটের পরিবর্তে থাকবে ডোনেশন বক্স। চাইলে যে কেউ সাহায্য করতে পারবেন। অয়ন ছাড়া একই অনুষদের আরও একজন ছাত্রের জন্যও এ আয়োজনের মাধ্যমে ফান্ড তৈরি করা হবে। ৫ নভেম্বর বিকাল ৩টা ও ৬ নভেম্বর সকাল ১১টায় কনসার্ট দুটি শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।