বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে ২ হাজার ৪শ’ মানুষের কাছ থেকে ই-কমার্স ব্যবসার নামে ৭ কোটি ২০ লাখ ২ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে গ্লিটার্স আরএসটি লিমিটেড নামে একটি কোম্পানি। বুধবার (৩ নভেম্বর) প্রেসক্লাব যশোরে ভুক্তভোগী গ্রাহকদের পক্ষ থেকে রফিকুল ইসলাম লিটন লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। দ্রুত টাকা ফেরত দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলন থেকে তিনি জানান, গ্লিটার্স আর এস টি লিমিটেড কোম্পানি পদ্মা ব্যাংকের একটি সরাসরি প্রতিষ্ঠান। পদ্মা ব্যাংক প্রতিষ্ঠানটি সারাদেশে পরিচালনা করে। রাজধানীর ময়মনসিংহ লেনের রসুল ভিউয়ের ৬ষ্ঠ তলায় তাদের কার্যালয়। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এমডি আমিরুল ইসলাম মধু, সিও হানিফ মোহাম্মদ হাসান, মার্কেটিং ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান কবির, অপারেশন ডাইরেক্টর সোহরাব হোসেন, বিডি এম ডাইরেক্টর জসিম উদ্দিন, পার্সেস ডাইরেক্টর কামরুল হাসান একটি বড় চক্র সারাদেশে ই-কমার্স ব্যবসার নামে গ্রাহকদের কাছ থেকে বিরাট অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
যশোরে ২ হাজার ৪০০ মানুষের কাছ থেকে তারা টাকা নিয়েছে। এক বছর মেয়াদের কথা বলে দুইটি আইডি খুলে দেয়ার কথা বলে ৫৪ হাজার ২ টাকা নেয়। প্রতিটি আইডিতে দুইটি বিজ্ঞাপন দেখার পর ১২ টাকা গ্রাহকের হিসাবে যুক্ত হওয়ার অঙ্গীকার করেন তারা। ২০২০ সালের নভেম্বর মাসে এই ব্যবসা শুরু হয়। চলতি বছরের অক্টোবরের পর থেকে তাদের আর কোন কার্যক্রম নেই। এরপর মধ্যে যশোরে অসংখ্য গ্রাহক যোগ দেয়। যাদের বেশিরভাগই তিন থেকে চার মাস হয়েছে। কোম্পানি ভুক্তভোগী গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না। টাকা চাইতে গেলে হুমকি দেয়া হচ্ছে। এসব বিষয়ে তারা যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন সুফল পাননি। পরে গ্রাহকরা টাকা ফেরত পাওয়ার দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী গ্রাহক জিল্লুর রহমান, আবুল কাশেম, আব্দুর রফিক, নাজমুল হাসান, লিটন হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।