Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাগঞ্জে ৬ ইউনিয়নে ২৮৩ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা

ইউনিয়ন পরিষদ নির্বাচন

মির্জাগঞ্জ (পটুয়াখালী)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ৩:১৬ পিএম

ঘোষিত তফশিল অনুযায়ী তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মির্জাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বমোট ২৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তার মধ্যে মাধবখলী ইউনিয়নের ৬ জন। আওয়ামীলীগের দলীয় প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কাজী মিজানুর রহমান, বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম তালুকদার, ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক,ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহীদুলাহ, স্বতন্ত্র প্রার্থী কাজী মিজান ও নিজামুদ্দিন । সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১০ জন ও সাধারণ ৯ টি ওয়ার্ডে ৩৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাচঁজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন, আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও পটুয়াখালী সদর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক , এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার নাসির মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারুন-অর-রশিদ, এম ইলিয়াস শিকদার ও মোঃ ফারুক হোসেন সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন। সংরক্ষিত ওয়ার্ডের ৩ ওয়ার্ডে ৮ জন ও সাধারণ ৯ ওয়ার্ডে ৩৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ।এছাড়া উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (স্বতন্ত্র ) প্রার্থী আনোয়ার হোসেন বাবুল , ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মিজানুর রহমান মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সংরক্ষিত ৩ ওয়ার্ডে নয় জন ও সাধারণ ৯ ওয়ার্ডে ৩৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

দেউলী-সুবিদখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন ফরম জমা দিযয়েছেন। আওয়ামী লীগ দলীয় প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান, এছাড়াও বর্তমান চেয়ারম্যান আ'লীগের সহ-সভাপতি সতন্ত্র প্রার্থী আবদুল আজিজ হাওলাদার, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সাত্তার মৃধা মনোনয়ন ফরম জমা দেন। তিনটি সংরক্ষিত আসনে ১২ জন, সাধারণ নয়টি ওয়ার্ডের ৩৫ জন মনোনয়ন ফরম জমা দেন।

কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৫ মনোনয়ন ফরম জমা দেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান সতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম,ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলাম শানু, সাবেক চেয়ারম্যান একেএম মোজাম্মেল হক ও মাজাহারুল ইসলাম রাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এছায়াও তিনটি সংরক্ষিত আসনে ১৩ জন, সাধারণ নয়টি ওয়ার্ডে ৩০ জন মনোনয়ন ফরম জমা দেন।

মজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৪ মনোনয়ন ফরম জমা দেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ার কিসলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল লতিফ হাওলাদার , মোঃ শহিদুল্লাহ ও উজ্জ্বল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এছাড়াও তিনটি সংরক্ষিত আসনে ১১২জন, সাধারণ নয়টি ওয়াডের ২৭ জন মনোনয়ন ফরম জমা দেন

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন জানান, অনেকটা উৎসব ম‚খর পরিবেশে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নির্ধারিত তারিখে যাচাই বাচাই শেষে মনোনয়ন প্রত্যাহারের শেষে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্ব দেয়া হবে। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার জানান, নির্বাচন কার্যালয় ছাড়াও নির্বাচনী এলাকায় পুলিশ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোন বাধা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ