Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকলীতে প্রার্থীদের মনোনয়ন দাখিল

নিকলী ( কিশোরগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ৩:১৩ পিএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলার আসন্ন ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ( ২৮ ) নভেম্বর অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে উপ জেলার ১০৮৯৫৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট প্রদান করবে । আজ (২ ) নভেম্বর মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিস কার্যালয়ে চেয়ারম্যান , সংরক্ষিত মহিলা ও সাধারণ ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন অতিবাহীত হয় । চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৭ ইসলামী শানতন্ত্র আন্দোলন ৪ সতন্ত্র প্রার্থী ২৯ মোট ৪০ সংরক্ষিত নারী আসনে ৭৮ সাধারণ মেম্বার পদে ২২৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন । চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, কারপাশায়, তাকি আমান খান ( আওয়ামী লীগ ) মোঃ মির্জালী (সতন্ত্র ) মোঃ আব্দুল হক , ( ইসলামী শাসনতন্ত্র আন্দোলন , গোলাম রাব্বানী (সতন্ত্র ) মোঃ আশঅরাফ উদ্দিন (সতন্ত্র ) মোঃ ওয়াসিম ( সতন্ত্র ) দিলদার আহম্মেদ খান , (সতন্ত্র ) মোঃ ফজলুর রহমান (সতন্ত্র ) মোঃ মাজহারুল হক ,( সতন্ত্র ) মোসফেক হোসেন শিপলু প্রধান (সতন্ত্র ) মারিয়া আক্তার (সতন্ত্র ) , দামপাড়ায়, আলী আকবর ( আওয়ামী লীগ ) মাহবুবুর রহমান (সতন্ত্র ) আনোয়ার হোসেন (সতন্ত্র ) ইয়াসিন আহম্মেদ (সতন্ত্র ) আজিজুল হক (সতন্ত্র ) সিংপুরে , মোহাম্মদ আলী ( আওয়ামী লীগ ) মোঃ শফিউজ্জামান ( তোফায়েল ) (সতন্ত্র ) মোঃ জাকির হোসেন (সতন্ত্র ) মোঃ রকি (সতন্ত্র ) এরশাদালী ( সতন্ত্র ) মোঃ বাবুল (সতন্ত্র ) আল – আমিন (সতন্ত্র ) নিকলী সদরে , কারার শাহরিয়ার আহম্মেদ ( আওয়ামী লীগ ) আঃ জলিল ( ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ) মোঃ জসিম ( সতন্ত্র ) হারুন অল কাইয়ুম (সতন্ত্র ) আছমত আলী (সতন্ত্র ) মোঃ আবু জামান খোকন (সতন্ত্র ) আঃ করিম ( সতন্ত্র ) জারুইতলায় , আজমল হোসেন ( আওয়ামি লীগ ) রইছ উদ্দিন ( সতন্ত্র ) সুন্নত আলী ( ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ) মোঃ জাকির হোসেন (সতন্ত্র ) মোঃ হালিম (সতন্ত্র ) গুরুই মোঃ তোতা মিয়া (আওয়ামী লীগ ) মোঃ বাবুল ( ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ) ছাতিরচরে মোঃ শামছুজ্জামান চৌধুরী ( আওয়ামী লীগ) মোঃ জামাল উদ্দিন (সতন্ত্র ) রবি আউয়াল ( সতন্ত্র ) এরশাদ আলম (সতন্ত্র )উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় আগামী ৪ নবেম্বর মনোনয়ন পত্র বাছাই করা হবে এবং ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের দিন ধার্যকরা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ