Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের মাষ্টার সাইদুর রহমানের জয়লাভ

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ২:১৮ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মঙ্গলবার অনুষ্ঠিত খাউলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মাষ্টার মো.সাইদুর রহমান জয়লাভ করেছেন ।

তিনি পেয়েছেন ৯ হাজার ২ শ’ ৮০ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্ধী স্বতন্ত্র্য ও বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাই খান পেয়েছেন ৩ হাজার ৯ শ’ ৩৫ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আবুল হোসেন হাওলাদার পেয়েছেন ৮৫ ভোট।

ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রে ৬৮টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মোট ভোটারের সংখ্যা ২১ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৯শ’ ৯ জন, মহিলা ভোটার ১০ হাজার ৬শ’ ৪জন। এদের মধ্যে ১৩ হাজার ৩ শ’ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বাতিল ভোটের সংখ্যা ২শ’ ১৯ ভোট।

স্বতন্ত্র্য ও বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাই খানের পক্ষ থেকে জানানো হয়, কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেয়া হয়েছে। প্রভাব খাটানো হয়েছে। ওলামাগঞ্জ কেন্দ্রে তার একজন কমীর্কে মারপিট করা হয়েছে। হুমকি—ধামকি দেয়া হয়েছে। তাদের ভোটারদের কেন্দ্রে আসতে দেয়া হয়নি। এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের মধ্যে মেম্বার প্রার্থীদের মধ্যে বাক—বিতন্ডা ও হাতাহাতি হলে কর্তব্যরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ