Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জলবায়ু সম্মেলনে প্রতিবাদ গ্রেটার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:১২ পিএম

ব্রিটেনের গ্লাসগোয় শুরু হওয়া আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের (কপ ২৬) দ্বিতীয় দিন ছিল আজ। বিশ্বের রাষ্ট্রনেতারা গ্লাসগোর সভাঘরে যখন সম্মেলনে ব্যস্ত তখন ওই শহরেরই একটি পার্কে পৃথিবীকে বাঁচানোর ডাক দিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তীব্র শ্লেষে বিঁধলেন ঠান্ডাঘরে বৈঠকে বসা রাষ্ট্রনেতাদের।

গ্রেটার সমর্থনে এ দিন পার্কে জড়ো হয়েছিলেন বহু পরিবেশ আন্দোলনকারী। গ্রেটা বলেছেন, ‘এই কপ-র সঙ্গে আগেরগুলির কোনও পার্থক্য নেই। বৈঠকে যারা রয়েছেন তারা রাজনীতিবিদ। ক্ষমতার শীর্ষে থেকে এমন ভান করছেন যেন তারা আমাদের বর্তমান নিয়ে, ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। ওই ঘরের ভিতর থেকে কোনও পরিবর্তন আসবে না। ওটা কোনও নেতৃত্বই নয়। সাধারণের মধ্যে থেকেই নেতা উঠে আসবেন। ঠিক এই ভাবে। একেই বলে নেতৃত্ব।’

মাস্ক নামিয়ে সাংবাদিকদের গ্রেটা বলেছেন, ‘নো মোর ব্লা ব্লা ব্লা... হাবিজাবি বলা বন্ধ হোক। পৃথিবী, প্রকৃতি আর মানুষকে শোষণ বন্ধ হোক।’ জনতার মধ্যে থেকে আওয়াজ ওঠে, ‘নো মোর ব্লা ব্লা ব্লা।’ জলবায়ু সম্মেলনকে ঘিরে সেজে উঠেছে গ্লাসগো। যোগ দিতে এসেছেন অন্তত ১২০টি দেশের রাষ্ট্রনেতা, শিক্ষাবিদ, পরিবেশকর্মীরা। এক মঞ্চে এত জন বিশ্বনেতার উপস্থিতিতে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছেন নানা দেশের পরিবেশ আন্দোলনকারীরাও।

বৈঠকে যোগ দিতে সভা চত্বরে যখন রাষ্ট্রনেতাদের লিমুজিনগুলি ঢুকছে, তখন শহরের নানা অংশে প্ল্যাকার্ড হাতে, বহু বর্ণ পোশাক পরে স্লোগান দিতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের। কাল ক্লাইড নদীর মোহনায় বিখ্যাত ‘দ্য রোনবো ওয়ারিয়র’ নৌকায় চেপে হাজির হন গ্রিনপিস-এর আন্দোলনকারীরা। পরিবেশপ্রেমীদের আর এক সংগঠন অক্সফেম আজ গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন গ্লাসগোয়। প্ল্যাকার্ড হাতে বহু বাংলাদেশিকে স্লোগান দিতে দেখা গিয়েছে। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ