Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইথিওপিয়ায় শতাধিক তরুণকে হত্যা করেছে বিদ্রোহীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

ইথিওপিয়ার আমহারা অঞ্চলের একশ’র বেশি তরুণকে হত্যা করেছে বিদ্রোহীরা। টাইগ্রে পিউপিল’স লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) নিয়ন্ত্রণাধীন আমহারা অঞ্চলের কমবোলচা শহরে এই হত্যাকাণ্ডের দাবি করেছে ইথিওপিয়া সরকার। সোমবার দেশটির সরকারের যোগাযোগ পরিষেবা টুইটারে বিবৃতিতে জানিয়েছে, এমন নৃশংসতা জানার পরও আন্তর্জাতিক সম্প্রদায়কে চোখ বন্ধ করে রাখা উচিত নয়। তবে ইথিওপিয়া সরকার এমন দাবি করলেও এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি টিপিএলএফ’র। এই হত্যাকাণ্ডের আগেই কমবোলচা শহরে এবং বিমানবন্দরে দখলে নেওয়ার দাবি করে বিদ্রোহী গোষ্ঠীটির এক মুখপাত্র। এই ঘটনার সত্যতা নিশ্চিতে স্বাধীনতদন্ত করতে পারেনি সংবাদমাধ্যম আল-জাজিরা। তবে ইথিওপিয়ার উত্তরাঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন এবং সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ রয়েছে। এর মধ্যেই বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রা প্রতিহত করতে জনগণকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। এক ফেসবুক পোস্টে এই আহ্বান জানান শান্তিতে নোবেল পুরস্কার জয়ী এই প্রধানমন্ত্রী। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইথিওপিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ