Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

উখিয়ায় এক নৌকার প্রার্থীর মনোনয়ন স্থগিত, উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে ইউএনওর ঘোষণা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৩:৪৭ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদার প্রার্থীতা হাইর্কোটে স্থগিত করে দিয়েছে।
সরকারী রাজস্ব পাওনার
তথ্য গোপন করে মনোনয়ন পত্র জমাদেয়াকে চ্যালেঞ্জ করে হাইর্কোটে মাহফুজ উদ্দিন
বাবু নামের একজন রিট করলে হাইকোর্ট তা স্থগিত করে দেয়।
আগামী ১১ নভেম্বর উখিয়ার ৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে উখিয়ার ৫ ইউনিয়নে নির্বাচনী প্রতিদ্বন্ধীদের মাঝে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে উখিয়ার ভোটারদের আশ্বস্ত করেছেন।
নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান-
'বিশ্ব মহামারী করোনা সংক্রমণরোধে মানুষ দীর্ঘদিন ঘরবন্দী ছিলেন, করোনা আক্রান্তের অজানা আতঙ্কে কাটিয়েছেন দীর্ঘ সময়। তাই আমরা চাই সকলেই নির্বাচনটাকে উৎসব হিসেবে উপভোগ করুক। উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আসুন, সকলের সহযোগীতা অংশগ্রহণের মধ্যদিয়ে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ তৈরি করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ