Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা নিজেদের কবর খনন করছি : কপ২৬-এ জাতিসংঘ মহাসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ৯:৫৬ পিএম

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আমরা নিজেদের কবর খনন করছি। তিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে একথা বলেন। তিনি তখন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য জরুরি পদক্ষেপ নিতে সবচেয়ে জোরদার উকিল হিসেবে তার খ্যাতি আরও শক্তিশালী করেন।–বিবিসি, রয়টার্স

তিনি সম্মেলনে আরও বলেন, জীবাশ্ম জ্বালানীর প্রতি আমাদের আসক্তি মানবতাকে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, হয় আমরা এটি বন্ধ করি অথবা এটি আমাদের থামিয়ে দেবে। এটা বলার সময় হয়েছে যে, কার্বন দিয়ে নিজেদের মেরে ফেলা যথেষ্ট হয়েছে। টয়লেটের মতো প্রকৃতির সাথে বিরূপ আচরণ করা যথেষ্ট হয়েছে। বার্ন, ড্রিলিং এবং আমাদের পথ গভীর খনন যথেষ্ট হয়েছে। আমরা আমাদের নিজেদের কবর খনন করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ