Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিছু উদ্যোগ মেঘ কাটিয়ে আলোর মুখ দেখবে কপ-২৬ সম্মেলনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ৬:২৯ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আশা প্রকাশ করেছেন, স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ-২৬ জলবায়ু সম্মেলনে কিছু উদ্যোগ মেঘ কাটিয়ে আলোর মুখ দেখবে। গতকাল রবিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমনটি প্রত্যাশা করেন।

প্রতিমন্ত্রী ফেসবুকে লিখেছেন, অনেক বছর পর স্কটল্যান্ডে, ১৫ বছর তো হবেই। অন্য পরিচয়ে অনেকবার এসেছি। গার্মেন্টস কারখানায় ব্যবহারের জন্য পুরনো দুটি মেটাল ডিটেক্টর গ্লাসগোর কাছের একটা কারখানা থেকে কিনেছিলাম ২০-২২ বছর আগে। শাহরিয়ার আলম লিখেছেন, এবার এসেছি তার চেয়েও বহুগুণ গুরুত্বপূর্ণ কাজে। আবহাওয়া প্রায় সময়ই এমনই থাকে এখানে। তবে এবারের প্রত্যাশা বিশ্ব জলবায়ু পরিবর্তনের কিছু উদ্যোগ মেঘ কাটিয়ে আলোর মুখ দেখবে। কাজটা সহজ হবে না। অনেক বড় রাষ্ট্র সামনের থেকে নেতৃত্ব দিচ্ছে।

শেখ হাসিনার নেতৃত্বে ক্লাইমেট ভালনারেবল ফোরামও বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর নেতৃত্ব দিচ্ছে। অনেকদিন থেকে ঝুলে থাকা কিছু বিষয়ের সমাধানের আশা সবার। রবিবার (৩১ অক্টোবর) স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হওয়া কপ-২৬ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি আজ কপ-২৬ এর মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ