Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ডোমার পৌরসভার নির্বাচন ২ নভেম্বর

ডোমার (নীলফামারী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ৫:৪৯ পিএম

নীলফামারীর ডােমার পৌরসভার নির্বাচন মঙ্গলবার (২ নভেম্বর)। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নেওয়া হয়েছে কঠাের নিরাপত্তা ব্যবস্থা। সােমবার বিকালের মধ্যে নয়টি ওয়ার্ডে প্রিজাইডিং কর্মকর্তারা যাবতীয় সরঞ্জাম নিয়ে পৌঁছেছেন ভােট কেন্দ্রে । পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে পাঁচটিকে চিহ্নিত করা হয়েছে অতিগুরুত্বপূর্ণ হিসেবে। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ওই নির্বাচনে পৌরসভার নয়টি ওয়ার্ডের নয়টি কেন্দ্রে ভােট গ্রহন করা হবে ৫১টি বুথ। এজন্য নিয়ােগ দেওয়া হয়েছে প্রিজাইডিং কর্মকর্তা নয় জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৫১ জন এবং পােলিং কর্মকর্তা ১০২ জন। আইন শৃঙখলা রক্ষায় নিয়ােগ দেওয়া হয়েছে ১২ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাঁদের নেতৃত্বে পরিচালিত হবে পাঁচটি মােবাইল কাের্ট, স্ট্রাইকিং রিজার্ভ টীম কাজ করবে তিনটি। জরুরী পরিস্থিতি মােকাবেলায় চারটি টীম প্রস্তুত থাকবে সংশ্লিষ্ট থানা, উপজেলা ও জেলা পর্যায়। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে নিয়ােজিত থাকবেন পুলিশের একজন পরিদর্শকের নেতৃত্বে ১০ জন পুলিশ সদস্য ও নয়জন আনসার সদস্য। ইলকট্রনিক ভােটিং মেশিন ভােট গ্রহন করা হবে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।
পৌরসভাটিতে তিন জন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের গণেশ কুমার আগরওয়ালা নৌকা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র সাবেক বিএনপি নেতা মনছুরুল ইসলাম দানু নারিকেল গাছ ও সাবেক পৌর মেয়র মরহুম আজাহার হাসেনের ছােট বােন আফরােজা নাজনিন রুমি মােবাইল ফােন মার্কা নিয়ে রয়েছেন প্রতিদ্বদ্বীতার মাঠে। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রয়েছেন ১১ জন প্রতিদ্বদ্বী।
ডােমার উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানায়, পৌরসভার মােট ১৩ হাজার ৫৪০ ভােটারের মধ্যে এক নম্বর ওয়ার্ডে ভােটার সংখ্যা ২ হাজার ১৯৬, দুই নম্বর ওয়ার্ডে ৬৩১, তিন নম্বর ওয়ার্ডে ১ হাজার ২৯৮, চার নম্বর ওয়ার্ডে ২ হাজার ৫১১, পাঁচ নম্বার ওয়ার্ডে ১ হাজার ৫৩, ছয় নম্বর ওয়ার্ডে ১ হাজার ৩২৮, সাত নম্বর ওয়ার্ডে ১ হাজার ৪৯৮, আট নম্বর ওয়ার্ডে ১ হাজার ৬২৩ এবং নয় নম্বর ওয়ার্ডে ১ হাজার ৪০২ জন।
ডােমার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা আ. রহিম বলেন, ‘সােমবার বিকালের মধ্যে ভােটগ্রহনের সকল সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পুলিং কর্মকর্তাসহ আইনশখলা রক্ষার দায়িত্ব নিয়াজিতরা ভােট কেন্দ্রে অবস্থান নিয়েছেন। শান্তিপূর্ণ ভােট অনুষ্ঠান সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। ভােট শুরু থেকে ভােটারদের বাড়ী ফেরা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিৎ করা হবে।থ এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কােনো অভিযােগ নেই বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

১৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ