Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারী সাতৈরে আওয়ামী লীগের প্রার্থী ৬

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ৩:১৬ পিএম

বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের এক বর্ধিত সভা শেষ হয়েছে স্থানীয় জয়নগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

ইউ,পি নির্বাচনকে সামনে রেখে এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং সদস্য সৈয়দ সাহিদুর রহমান সজল।

সভায় ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভায় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৬ জনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

এ তালিকার সর্বশীর্ষে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের একাধিকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান।

নৌকা প্রতীকের দাবীদার অন্যান্যরা হলেন-মোঃ আকবর হোসেন আকুল, মোঃআব্দুল হালিম শেখ, এস এম শাফিউল্লাহ শাফি, মোল্লা মনিরুজ্জামান ও মোঃ মজিবুর রহমান। প্রার্থীতা নিশ্চিত করতে অচিরেই এ প্রার্থী তালিকাে কেন্দ্রীয় মনোনয়নবোর্ডে পাঠানো হবে বলে সভাসূত্রে জানাগেছে।

শনিবার (৩১ অক্টেবোর), এই মাঝি হওয়ার দাবিদারদের তালিকা ঢাকা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানাগেছ। এই ৬ জনের মধ্য থেকেই যে কোন একজনকে নৌকার চুড়ান্ত মাঝি ঘোষনা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ