Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে আনন্দ-উল্লাসে মনোনয়ন জমা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ৩:০৫ পিএম

আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর। তাই প্রার্থীরা ভোট প্রার্থনার পাশাপাশি তাদের ভোটারদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীরা দলের লোকজন সাথে নিয়ে মোটর সাইকেল শো-ডাউন ও মিছিল সহকারে শহরে ঢুকছেন এবং জমা দিচ্ছেন মনোনয়নপত্র। স্বতন্ত্র ও ইউপি সদস্য পদের প্রার্থীরাও লোক সমাগমে পিছিয়ে নেই। জনগণের ভীর সামলাতে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবুও শহর লোকে লোকারণ্য। হোটেল-রেস্তোরাগুলোতেও উপচে পড়া ভীর। রোববার দুপুরে প্রায় দুই হাজার লোকের মিছিল সহকারে আওয়ামীলীগ মনোনীত বেলকা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মজি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বেলকা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সেকেন্দার আলীর হাতে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী, যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম-আহ্বায়ক হাফিজা বেগম কাকলী, আহসান আজিজ সরদার, আ’লীগ নেতা এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, বেলকা ইউনিয়ন আ’লীগের সভাপতি ওসমান আলী সরদার, ছাত্রলীগ নেতা রতন মিয়া প্রমূখ। এছাড়া রামজীবন ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম এনামুল হক মন্টু, সোনারায় ইউনিয়ন জাপার প্রার্থী আনছার আলী সরদার, বামনডাঙ্গা ইউনিয়নের প্রার্থী হাজী জহুরুল ইসলাম বাদশাসহ চেয়ারম্যান ও সদস্য মিলে শতাধিক প্রার্থী রোববার মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ৪ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ