পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও জাতির শত্রু। এদের মূল উদ্দেশ্যে দেশের ভাব মর্যাদা নষ্ট করে বিশ্বের দরবারে বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করা। মুসলিম জাতিকে সন্ত্রাসী রূপে উপস্থাপন করা। তিনি বলেন, সম্প্রীতি বিনষ্টকারী চক্র দেশের উন্নয়নের অগ্রযাত্রা বিঘ্নিত এবং ইসলাম নির্মূলের ষড়যন্ত্র অংশ হিসেবেই কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা, পূজামণ্ডপে হামলা ও রংপুরে সংখ্যালঘুদের বাড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এসব চক্রান্তকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ঐক্যজোটের এক জরুরী বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনাকালে অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম ও ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসান, মাওলানা শওকত আমীন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা কামরুজ্জামান রোকন, মাওলানা ইসমাইল, মাওলানা সুলতানুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম ও মাওলানা আনোয়ার হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।