Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুকে উল্টে ধরার ভিডিও ভাইরাল, শিক্ষক গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

স্কুল ভবনের উপরের তলা থেকে এক শিশু শিক্ষার্থীর পা উল্টে ধরার ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতের উত্তর প্রদেশের এক প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ওই শিক্ষক এক শিক্ষার্থীর পা ধরে ভবনের নিচে ঝুলিয়ে ধরেন। উত্তর প্রদেশের মির্জাপুরে গ্রেফতার হওয়া ওই প্রধান শিক্ষকের নাম মনোজ বিশ্বকর্মা। বৃহস্পতিবার দুপুরের বিরতির সময় আরেক শিক্ষার্থীকে কামড়ে দেওয়ায় সোনু যাদব নামের ওই শিশুকে উল্টে ধরেন তিনি। ক্ষমা না চাইলে তাকে ওপর থেকে ফেলে দেওয়ার হুমকি দেন শিক্ষক। পরে অন্য শিক্ষার্থীরা জড়ো হলে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে ছেড়ে দেন প্রধান শিক্ষক। ওই শিক্ষার্থীর বাবা বলেছেন প্রধান শিক্ষক যা করেছেন তা ভুল। তবে ভালোবাসা থেকেই তিনি এমনটা করেছেন বলে মনে করেন তিনি। শিশুটির বাবা রঞ্জিত যাদব বলেন, শিক্ষক যা করেছেন তা ভুল কিন্তু ভালোবাসা থেকে গুরু তা করতে পারেন। সে কারণেই আমাদের কোনও অভিযোগ নেই। শিশু নির্যাতন আইনে গ্রেফতার করা হয়েছে শিক্ষক মনোজ বিশ্বকর্মাকে। তিনি বলেন, ‘সোনু খুব দুষ্টু... সে শিক্ষার্থী এবং শিক্ষকদের কামড়ে দেয়। তার বাবা আমাকে তাকে সংশোধন করে দিতে বলে। সেই কারণে আমি তাকে ভয় দেখাতে চেয়েছি। ওপর থেকে ঝুলিয়ে ধরেছি যাতে সে ভয় পায়।’ এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ