Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোনয়ন বদলের দাবি

বগুড়ায় ইউপি নির্বাচনে রক্তাক্ত সহিংসতা

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

বগুড়ায় ২য় ও তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনা ঘটছে। বিভিন্ন প্রার্থীর কর্মি সমর্থকরা হচ্ছে রক্তাক্ত। মনোনয়ন নিয়ে শুরু হয়েছে ক্ষমতাসীন দলে গৃহদাহ। অনেকেই আওয়াজ তুলেছেন প্রার্থী বদলের। গতকাল শুক্রবার এই রিপোর্ট লেখার সময়ে পাওয়া খবরে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বগুড়া সদরের নিশিন্দারা ইউপির ঘোনপাড়া এলাকায় আব্দুর রাজ্জাক নামের এক নির্মাণ শ্রমিককে মোটরবাইকে আসা কয়েকজন যুবক ছুরিকাঘাত করে চলে যায়। তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে একজন প্রার্থীর বিপক্ষে যেন কেউ কাজ না করে এবং কাজ করলে কি পরিণতি হতে পারে সেটা প্রমাণ করতেই এই হামলা বলে মনে করছেন এলাকাবাসী।
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য শিবগঞ্জ উপজেলার ইউপিগুলোতে চলছে প্রতিদিন ভাঙচুর হামলা ও পাল্টাহামলা। শিবগঞ্জের বিহার ইউপির বিদ্রোহীপ্রার্থী ও যুবলীগ নেতা মতিউর রহমান মতিন এবং মাঝিহট্ট ইউপির স্বতন্দ্র প্রার্থী এসকেন্দার আলী অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলীয় প্রার্থীর ক্যাডাররা তাদের দাঁড়াতেই দিচ্ছেনা। এরই মধ্যে তাদের গোটা বিশেক নির্বাচনী ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে ১০টির বেশি মোটরবাইক ভাঙচুর করা হয়েছে।
পুলিশ এবং নির্বাচন কমিশনে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা বলে অভিযোগও করেছেন তারা। শিবগঞ্জ থানার ওসি বলেন, যেখানেই অভিযোগ উঠছে পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নিচ্ছে।
এদিকে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য সোনাতলার বিভিন্ন ্ইউপি এবং সোনাতলা পৌরসভার নির্বাচনে ক্ষমতাসীনদলের প্রার্থী মনোনয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে মেয়রপ্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও আ.লীগ নেতা নান্নুকে কেন দলীয় মনোনয়ন দেয়া হলনা, তা দলের অভ্যন্তরেই সৃষ্টি হয়েছে গৃহদাহ। সোনাতলার ২১ জন বিদ্রোহীপ্রার্থীকে বহিষ্কারের জন্য ইতোমধ্যেই কেন্দ্র সুপারিশ করা হয়েছে বলে আ.লীগের জেলা দপ্তর সম্পাদক সুত্রে জানা গেছে।
এছাড়া ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বগুড়া সদর শাজাহানপুর ও শেরপুর এবং ধুনটের ইউনিয়ন পরিষদ সমুহের নির্বাচন। এই ইউপিগুলোতেও আ.লীগের মনোনয়ন নিয়ে নয় ছয়ের অভিযোগ উঠেছে। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামরুল হুদা উজ্জল দলে এবং এলাকায় ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্বেও কেন তাকে মনোনয়ন দেয়া হয়নি সেটা নিয়ে নেতা কর্মিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিক্ষুদ্ধ হয়ে অনেকেই দলের হাই কমান্ডের কাছে অনুরোধ জানিয়েছে, হাতে মনোনয়ন দাখিলের সময় থাকায় অন্তত পক্ষে শাখারিয়ায় মনোনয়ন বদলে বর্তমান চেয়ারম্যান ও জেলা কমিটির সদস্য কামরুল হুদা উজ্জলকেই নির্বাচন করার সুযোগ দেয়া হোক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ