নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নিজের শেষ ওভারে বোলিংয়ে এসেছেন তাসকিন। ওভারের মাঝেই রিটায়ার হার্ট হয়ে উঠে গেলেন পোলার্ড। ১৬ বলে ৮ রান করা পোলার্ড যে কারণে উঠে গেলেন সেটি অবশ্য কাজে এল না। নন স্ট্রাইকে থেকে রান আউট হয়ে ফিরে গেলেন আন্দ্রে রাসেল। কোটার ৪ ওভার বোলিং শেষ করলেন তাসকিন। রানব দিলেন ১৭। ১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৬৫।
ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখেছে বাংলাদেশ
প্রথম ১০ ওভারে ক্যারিবিয়ানদের ভালোই চাপে রেখেছেন বাংলাদেশ বোলাররা। দশম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে মাত্র তিন রান দিয়েছেন সাকিব আল হাসান। ৩ উইকেট হারিয়ে এখনো দলীয় ফিফটি ছুঁতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
হেটমায়ারকেও ফেরালেন মেহেদী
রোসটন চেজ দিয়েছিলেন ফিরতি ক্যাচ। তবে মেহেদীর হাত গলে বেরিয়ে যায়। চেজ ১ রান নিয়ে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ারকে। পরের বলে এবার ক্যাচ তুলে দিলেম হেটমায়ার। লং অফে দাঁড়ানো সৌম্য সরকার কোনো ভুল করলেন না । শারজার উইকেটে এই মুহূর্তে ক্যারিবীয় ব্যাটারদের নাচাচ্ছেন তরুণ মেহেদী। ৭ ওভার শেষে পোলার্ডের দলের রান ৩ উইকেটে ৩৩।
গেইলকে বোল্ড করলেন মেহেদী
বেশিক্ষণ টিকতে পারলেন না ক্রিস গেইল। মাত্র ৪ রান করে বিদায় নিলেন তিনি। মেহেদী হাসান তার দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে পান সাফল্য। দারুণ লেন্থের বল ভেঙে দেয় উইন্ডিজ ওপেনারের স্টাম্প।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ৪.২ ওভারে ১৮/২ (গেইল ৪, লুইস ৬)
লুইসকে ফেরালেন মুস্তাফিজ
আরেক প্রান্ত থেকে দ্বিতীয় ওভারে এসেছেন একাদশে সুযোগ পাওয়া তাসকিন আহমেদ। শেষ বলে ড্রাইভ করে তাসকিনকে চার মারলেন লুইস। তৃতীয় ওভারে নতুন বোলার মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই রান আউটের সুযোগ দিয়েছিলেন গেইল। সাকিবের সরাসরি থ্রো স্টাম্পে লাগলে নিশ্চিত আউট হতেন গেইল। ওভারের শেষ বলে লুইসকে ক্যাচ তুলে দিতে বাধ্য করালেন মুস্তাফিজ। স্কয়ার লেগে লুইসকে তালুবন্দী করলেন মুশফিকুর রহিম।
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে গেলে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টসের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড বলেছেন, ‘আমাদের সামর্থ্য আছে কিন্তু ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। দুইটা বদল এসেছে আমাদের দলে। সিমন্স নেই, অভিষেক হচ্ছে রস্টন চেজের। দলে জেসন হোল্ডারও ফিরেছে। ইনিংস উদ্বোধন করবে।
বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘আমরা আগে বোলিং করবো। তাদের বড় ব্যাটিং অর্ডার আছে। আমরা তাদের অল্পতে আটকে সেটা তাড়া করতে চাই। নুরুল ও নাসুম খেলবে না।’
বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটকিপার), ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, রবি রামপল, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, আকিলা হোসেইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।