Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটি জয়ে পুরো দল চাঙ্গা হয়ে যাবে-সোহান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ১:০০ এএম | আপডেট : ১:০৩ এএম, ২৯ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে সুপার টুয়েলভে এখনও কোনো জয়ের দেখা পায়নি মাহমুদউল্লাহ বাহিনী। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় বলে জানান উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

শুক্রবার (২৯ অক্টোবর) সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন হলেও এ ম্যাচ জিতে রেসে থাকতে চায় টাইগাররা। এ বিষয়ে নুরুল হাসান সোহান বলেন, ‘আমাদের টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ গুরুত্বপূর্ণ। সবার মনোযোগ এই ম্যাচ নিয়েই।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারলে দল আগের ছন্দে ফিরে আসতে পারবে বলে মনে করেন তিনি, ‘ইনশাআল্লাহ্‌ কাল যদি ভালোভাবে শুরু এবং শেষ করতে পারি তাহলে হয়ত পরের ম্যাচগুলো সহজ হয়ে যাবে এবং পুরো দল চাঙ্গা হয়ে যাবে।’

সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপে কিছুটা ব্যাকফুটে আছে বলে বিশ্বাস করেন নুরুল হাসান। তবে ওয়েস্ট ইন্ডিজকে হারালে সেমির আশা থাকবে বলেও জানান তিনি, ‘দুই ম্যাচ হেরে অবশ্যই আমরা টুর্নামেন্টে ব্যাকফুটে আছি। বাংলাদেশে থাকতে অনেকেই বলেছি আমাদের আশা সেমিফাইনাল খেলা। কাল জিতলে সেমিফাইনালে খেলার আশা টিকে থাকবে।’



 

Show all comments
  • True Mia ২৯ অক্টোবর, ২০২১, ৭:২৮ এএম says : 0
    Bangladesh is a nation of farmers. So all cricketers and footballers should start farming as soon as possible. It will increase agriculture production and whole nation would be benefited
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ বাংলাদেশ

৫ নভেম্বর, ২০২১
৩১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ