Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ওয়ান শুটার গানসহ এক সন্ত্রাসী গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১১:৪৭ পিএম

খুলনার রূপসায় ওয়ান শুটার গান, ১ রাউন্ড তাজা গুলিসহ তুষার বসু ওরফে রতিকান্ত (৫০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে তাকে রূপসা উপজেলার ডোবা কালিবাড়ি মোড় এলাকায় জনৈক শ্যামল দাসের দোকানের পিছন থেকে গ্রেফতার করা হয়। ওই সময় সে ও আরো কয়েকজন সন্ত্রাসী মাদক বিক্রি করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে ওয়ান শুটার গান ও ১ রাউন্ড তাজা গুলি পাওয়া গেছে। গ্রেফতারের পর তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত তুষার বসু রূপসা উপজেলার ডোবা গ্রামের মৃত নিরাপদ বসুর ছেলে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ