Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার জেলার ২১ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তন

কক্সবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ৪:৫৪ পিএম

কক্সবাজার জেলায় বিতর্কিত কর্মকান্ডের কারণে গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের অধিকাংশই মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তথ্য ভিত্তিক অভিযোগের কারণে বাদ পড়েছেন অনেকেই। এছাড়া রাজনৈতিক কার্যক্রম সন্তোষজনক হওয়ায় অনেককে মনোনয়ন দিয়ে পুরস্কৃত করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সদ্য সমাপ্ত ১৪ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাননি গত নির্বাচনে নৌকা প্রতীকের ৬ প্রার্থী। দ্বিতীয় ও তৃতীয় ধাপে ৩৭টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাননি গত নির্বাচনের ১৫ জন প্রার্থী।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের মনোনয়ন পাওয়ার সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী দলের মনোনয়নের ক্ষেত্রে যাচাই-বাচাই করে নিচ্ছেন। যারা দলের প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করেছেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন কিংবা দূর্নীতির অভিযোগ আছে এমন কেউ মনোনয়ন পাওয়ার সুযোগ নেই। বিতর্কিতরা আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রার্থীর বিরোধীতা, দখলবাজি ও এলাকায় বিভেদ সৃস্টিকারীরা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হচ্ছেন।
তৃতীয় দফা ঘোষিত দলের প্রার্থী তালিকায় পেকুয়া উপজেলায় সদরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম, গত নির্বাচনে ওই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে হেরেছেন এডঃ কামাল হোসেন। মগনমা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নাজেম উদ্দিন। গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে হেরেছেন এইচ এম খাইরুল এনাম। শীলখালীতে ওয়াহিদুর রহমান ওয়ারেসীর পরিবর্তে দলের মনোনয়ন পেয়েছেন মোঃ কাজীউল ইনসান।
মহেশখালীতে নির্বাচন সম্পন্ন হওয়া ৩টি ইউনিয়নে ২টিতেই আওয়ামী লীগ প্রার্থী পরিবর্তন হয়েছে। গত নির্বাচনে মাতারবাড়িতে এনামুল হক চৌধুরী রুহুল নৌকা প্রতীক নিয়ে পরাজিত হলেও সদ্য সমাপ্ত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এস এম আবু হায়দার। কুতুবজুম ইউনিয়নে গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী মোশারফ হোসেন খোকন দলের মনোনয়ন পাননি। নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন এডঃ শেখ কামাল।

চকরিয়ায় ভেওলা মানিক চরে গত নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী বদি আলম এর পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শহিদুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়নে গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরাজিত হন ফিরোজ আহমদ চৌধুরী, তিনি এবার মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন জন্নাতুল বকেয়া রেখা। কোনাখালী ইউনিয়নে গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী দিদারুল আলম চৌধুরী মনোনয়ন বঞ্চিত হয়েছেন। দলের মনোনয়ন পেয়েছেন জাফর আলম ছিদ্দিকী।
কক্সবাজার সদরে খুরুস্কুল ইউনিয়নে গত নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী জসিম উদ্দিন মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এই ইউনিয়নে দলের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শাহজাহান। পিএমখালীতে গত নির্বাচনে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী নাজিম উদ্দিন বাবুল এর পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিরাজুল মোস্তফা আলাল। চৌফলদন্ডী ইউনিয়নে গতবারের প্রার্থী পরিবর্তন করে মনোনয়ন পেয়েছেন মুুজিবুর রহমান।
উখিয়া উপজেলার পালংখালীতে নৌকা প্রতীক নিয়ে গত নির্বাচনের পরাজিত প্রার্থী জুয়েলের পরিবর্তে দলের মনোনয়ন পেয়েছেন এম এ মনজুর। এছাড়া টেকনাফ সদরে নতুন প্রার্থী ছৈয়দ আহমদ ও হোয়াইক্যং ইউনিয়নে গত নির্বাচনের প্রার্থী ফরিদুল আলম জুয়েলের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন আজিজুল হক।
রামু উপজেলায় ফতেখাঁরকুলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ফরিদুল আলম এর পরিবর্তে দলের মনোনয়ন পেয়েছেন নুরুল হক চৌধুরী, দক্ষিণ মিঠাছড়িতে নৌকা প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী ওসমান গনির পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহিলা আওয়ামীলীগ নেত্রী খোদেস্তা বেগম রীনা, রশিদনগর ইউনিয়নে গতবারের প্রার্থী বজল আহমদ বাবুল এর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মোয়াজ্জম মোর্শেদ, ঈদগড় এ গতবারের প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালীর পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী নুরুল আলম ও কাউয়ারখোপ গতবারের প্রার্থী শফিউল আলম এর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন যুবলীগ নেতা ওসমান সরওয়ার মামুন। কুতুবদিয়া উপজেলায় আলী আকবর ডেইলে নুরুচ্ছফা বিকম এর পরিবর্তে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর সিকদার। এছাড়া রামু, চকরিয়া ও কুতুবদিয়া গতবারের প্রার্থীর মৃত্যু হওয়াতে নতুন প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ যাচাই-বাচাই করেই মনোনয়ন চুড়ান্ত করছেন। এতে তৃণমুলের নেতাকর্মীরা খুশী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ