বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার দৌলতখানে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এসময় ১টি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বুধবার(২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাজি বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে কলাকোপা ১ নং ওয়ার্ডের তালা প্রতীকের মেম্বার প্রার্থী ইয়ার হোসেন তার নির্বাচনী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার প্রচাররণা করছিলেন। এসময় প্রতিদ্ব›দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী রাহাত তালুকদারের কর্মী-সমর্থকরা ওই প্রচারণায় হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ’র ঘটনা ঘটে। এসময় তালা প্রতীকের প্রার্থীর সমর্থকের ১টি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করা হয় । সংঘর্ষে গুরুতর আহতরা হলেন, মেম্বার প্রার্থী ইয়ার হোসেন মনজুর, সেলিম, সাকিব,সজিব, ছালাউদ্দিন, সোহাগ, তামজিদ, রায়হান, বাচ্চু, আহতদের দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহত মেম্বার প্রার্থী ইয়ার হোসেন জানান, বুধবার রাতে শান্তিপূর্ণ ভাবে তারা নির্বাচণী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসময় পূর্বপরিকল্পিতভাবে প্রতিদ্ব›দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী রাহাত তালুকদারের নেতৃত্বে ইমন , ইমরান ও কামালসহ কমপক্ষে অর্ধশতাধিক লোক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। এতে তাঁর ১৫ জন কর্মী-সমর্থক আহত হয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাল্টা অভিযোগ এনে ফুটবল প্রতীকের প্রার্থী রাহাত তালুকদার বলেন, আমার উঠান বৈঠক চলাকালে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ইয়ার হোসেন দলবলসহ হামলা চালিয়ে তাঁর ৫ জন কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে ও মোটরসাইকেল ভাঙচুর করে। তিনিও এ ঘটনার বিচার দাবী করেন । দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ‘ এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।