Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

গুলশানে আবাসিক ভবনে অগ্নিকান্ড

একই পরিবারের তিনজন দগ্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

রাজধানীর গুলশান-২ এ ছয়তলা আবাসিক একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। এ দুর্ঘটনায় ওই বাসার গৃহকর্মীও দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- এ এম রফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী মালিহা আনহা উর্মি (৩২), তাদের শিশুসন্তান মাসরুর মো. রাফিন (২) এবং গৃহকর্মী মনি আক্তার (৩৫)। তাদের মধ্যে উর্মি ও তার ছেলে রাফিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। গৃহকর্মী মনিকে এসডিইউতে রাখা হয়েছে।
মালিহা আনহা উর্মির শরীরের ৭০ শতাংশ এবং শিশু রাফিন ও গৃহকর্মী মনি আক্তারের শরীরের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রফিকুলের শরীরের প্রায় ২ শতাংশ দগ্ধ হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, গুলশান থেকে দগ্ধ চারজনকে এখানে আনা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে মালিহা ও রাফিনকে আইসিইউতে নেওয়া হয়েছে। মনি আক্তারকে এসডিউতে রাখা হয়েছে।
দগ্ধদের নিকটাত্মীয় ইমদাদুল হক জানান, ওই ভবনের দোতলার পাশ দিয়ে ইলেকট্রিক লাইন গেছে, সেখানে বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণ হয়। এতে জানালার কাচ ভেঙে আগুন ফ্ল্যাটের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে ফ্ল্যাটে থাকা এসি ও ফ্রিজ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বাড়িতে থাকা চারজনই আহত হন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাফি বলেন, আমরা বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট যায়। সেখান থেকে দুটি ইউনিট ফিরে আসে। বাকি ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ