গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
‘গরিবের আইনজীবী’ খ্যাত বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক বিশিষ্ট আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের নামাজে জানাজা জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
কয়েক হাজার আইনজীবী, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা-কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং শুভাকাঙ্খীদের ব্যাপক উপস্থিতির কারণে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জানাজায় স্থান সংকুলান না হওয়ায় তা জাতীয় ঈদগাহে স্থানান্তর করা হয়। সেখানে বেলা আড়াইটায় বাসেত মজুমদারের জানাজা অনুষ্ঠিত হয়।
বাসেত মজুমদার আজ সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মজুমদারের মৃত্যুতে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বাসেত মজুমদার আইনজীবীদের মাঝে ভীষণ জনপ্রিয় নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।