Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিলমারীতে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক চান ২৮ প্রার্থী

চিলমারী(কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:৪১ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী
লীগের বিভিন্ন স্তরের ২৮ নেতা-কর্মী সক্রিয় হয়েছেন। তফসিল ঘোষণা আগেই প্রান্তিক জমায়েত গুলোতে এ নিয়ে নানান জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ বলেন, তৃণমূলের সমর্থনেই মনোনয়ন
প্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকেই চুড়ান্ত হবে প্রার্থী। জানাগেছে, উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে রমনা ইউনিয়নেই নৌকা প্রতীক চান ৯ জন। এরমধ্যে বর্তমান চেয়ারম্যান ও রমনা ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ আজগর আলী সরকার, সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ নুর ই এলাহী তুহিন, উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাজেদুল ইসলাম স্বপন, ইউনিয়ন আ.লীগ সদস্য আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন আ.লীগ সদস্য মোঃ গোলাম আঁশেক আকা,ইউনিয়ন আ.লীগ সদস্য মোঃ গাওছুল আজম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান অপু, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহাফুজা হোসেন শিল্পী, ইউনিয়ন আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক ওবাইদুল হক হিরু। রাণীগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীক চান ৪ জন। এরমধ্যে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সিনিয়র সহ সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ইউনিয়ন আ.লীগ সদস্য এনামুল হক, সাঈদ হাসান
মিঠু, সাজেদুল ইসলাম দারোগা। থানাহাট ইউনিয়নে নৌকা প্রতীক চান বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মিলন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা র›জু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হালিমুজ্জামান বাবলু, সাবেক ছাত্রলীগ সাধারণ রেজাউল করিম খুশু।
অষ্টমীরচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আবু তালেব, ইউনিয়ন
আওয়ামী লীগ সদস্য ও সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউনিয়ন সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম
সাধারণ সম্পাদক আব্দুল হালিম ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম।
চিলমারী ইউনিয়ন আ.লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ গয়ছল হক মন্ডল ও ইউনিয়ন কৃষকলীগ
সভাপতি মোঃ আমিনুল ইসলাম কাজী।
ও নয়ারহাট ইউনিয়ন আ.লীগ সিনিয়র সহ সভাপতি এস এম নওশাদ, ইউনিয়ন আ.লীগ সদস্য ও সাবেক
চেয়ারম্যান আতোয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, সদস্য
আসাদুজ্জামান আসাদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু বলেন, প্রার্থী
যাচাই-বাচাই করবে তৃণমূল আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগ বিতর্কিতদের তালিকা কেন্দ্রে
পাঠানো হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ