Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কাকে ১৭২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ৫:৫০ পিএম | আপডেট : ৫:৫২ পিএম, ২৪ অক্টোবর, ২০২১

ইনিংসের শেষ বলে চার হাঁকালেন মুশফিক। চামিরার বলে মুশফিকের এই প্যাডল সুইপ যেন পুরো ইনিংসের হাইলাইটস। ৩৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকলেন মুশফিক। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭১।

স্কোর: বাংলাদেশ ২০ ওভারে ১৭১/৪ ( মাহমুদউল্লাহ ১০* ও মুশফিক ৫৭*; আফিফ ৭, নাঈম ৬২, সাকিব ১০, লিটন ১৬)

মুশফিকের ফিফটি

নাঈমের পর ফিফটি পেলেন মুশফিকও। ৩২ বলে ফিফটি তুলে নিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন মুশফিক। গত কয়েকদিনে সংবাদ সম্মেলনে মুশফিকের রান না পাওয়া নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক অবশ্য বারবার আস্থা রেখেছিলেন মুশফিকের উপর। আজ সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ফিফটি তুলে নিয়ে অধিনায়কের কথা রেখেছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার।

নাঈমের বিদায়ে ভাঙল জুটি

বিনুরার বলে বোকা বনে গেলেন ফিফটি পেরোনো নাঈম। বলটা স্লোয়ার দিয়েছিলেন বিনুরা, নাঈম ধরাটা খেয়েছেন এখানেই। পুল করতে গিয়ে টপ এজ হয়েছে। বিনুরা নিজেই দৌড়ে এসে ক্যাচ নিলেন।

নাঈমের পঞ্চাশ, ১৫ ওভারে ১১৮/২

নিজের মতো খেলে, নিজের গতিতে নাঈম পা রাখলেন আরেকটি ফিফটিতে। কুমারাকে মাথার ওপর দিয়ে চার মেরে ফিফটি পূর্ণ করেন ৪৪ বলে, চারটি চারে। টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচে তার চতুর্থ ফিফটি এটি, চলতি বিশ্বকাপে তিন ম্যাচে দ্বিতীয়। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করলেন নিজের প্রথম ম্যাচেই। ৪৬ রানে অবশ্য তিনি আউট হতে পারতেন। তবে সরাসরি থ্রোয়ে বণ স্টাম্পে লাগাতে পারেননি আভিশকা ফার্নান্দো। সময় মতো জ্বলে উঠেছে মুশফিক। দেড়শর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন মুশি। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ১১৮।

জমে উঠেছে মুশফিক-নাঈম জুটি

চতুর্থ উইকেটে জমে উঠেছে মুশফিক-নাঈমের জুটি।দুজনই উইকেটে থিতু হয়েছেন। ৪২ বলে ৪৬ রানে নাঈম আর মুশফিকের রান ১৫ বলে ২২। ৩২ বলে এই দুজন মিলে তুলেছেন ৪০ রান। ১৩ ওভার শেষে বাংলাদশের রান ২ উইকেটে ৯৬।

লিটনের পর ফিরলেন সাকিবও

চামিকা করুণারত্নের নিচু হয়ে যাওয়া বলে বোল্ড হয়ে গেলেন সাকিব। স্টাম্পের লাইনের বলটা ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডার। উইকেটে এসে শুরুতে বেশ চনমনে দেখাচ্ছিল সাকিবকে। দ্বিতীয় বলে চার মেরে শুরু করেছিলেন। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। ফিরলেন ৭ বলে ১০ করে।

পাওয়ার প্লেতে লিটনকে হারাল বাংলাদেশ

দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম পর্বে তিন ম্যাচে ওপেনিং জুটি যেখানে ১১ রানের বেশি তুলতে পারেনি, আজ সেখানে প্রথম ৫ ওভারে দুই ওপেনার যোগ করেছেন ৩৮ রান। পাওয়ার শেষ ওভারে এসেছেন আগের ওভারে ৮ রান দেওয়া লাহিরু কুমারা। ওভার প্রতি ৯ রান করে নিতে পারলে সম্ভাব্য স্কোর হবে ১৭১। ৪০ রানে ভাঙল উদ্বোধনী জুটি। লাহিরুর বলে মিড অফে সাসুন শানাকার হাতে ধরা পড়ল লিটন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ বাংলাদেশ

৫ নভেম্বর, ২০২১
৩১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ