বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটে ভাইয়ের দোয়া অনুষ্ঠানে শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুঘর্টনায় বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে খুলনা–মাওয়া মহাসড়কের মোল্লাহাটের দক্ষিণ গাড়ফা এলাকায় প্রাইভেটের ধাক্কায় রানী বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি খুলনার পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের রুহুল আমীনের স্ত্রী।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) মো. আবুল খায়ের জানান, মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা গ্রামে ছোট ভাইয়ের দোয়া অনুষ্ঠানে আসেন। রোববার সকালে বাড়ি ফেরার জন্য মহাসড়কের পাশে যানবাহনের জন্য দাড়িয়ে ছিলেন রানী বেগম। এসময় একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তা নিয়ন্ত্রণ হারিয়ে রানী বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিহতের ভাই আবুল খায়েরের নিকট হস্থান্তর করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।