নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনে তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। গতকাল মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে আসরের প্রথম দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ১০টি স্বর্ণ, আট রৌপ্য ও দু’টি ব্রোঞ্জপদক জিতে তালিকায় শীর্ষে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দু’টি স্বর্ণ, চার রুপা ও ছয়টি ব্রোঞ্জপদক জিতে আছে দ্বিতীয় স্থানে। নারীদের ১০০ মিটার ব্রেষ্ট স্ট্রোকে নৌবাহিনীর মরিয়ম আক্তার এক মিনিট ১৯ সেকেন্ডে, ৫০ মিটার ব্যাক স্ট্রোকে একই দলের যুথি আক্তার ৩২.৭৫ সেকেন্ডে ও নৌবাহিনীর কাজল মিয়া ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে দুই মিনিট ১২.০৫ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।