Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সাঁতার : প্রথম দিনে পাঁচ রেকর্ড

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ৯:০৪ পিএম

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতারের প্রথম দিনে পাঁচটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এর মধ্যে নৌবাহিনীর জুনাইনা আহমেদ একই দু’টি নতুন রেকর্ড গড়েন। নারীদের ২০০ মিটার ফ্রিস্টাইলে দু’মিনি ১৯.৮৯ সেকেন্ড সময় নেন তিনি। আগের রেকর্ডটি ছিল ২০০৭ সালে বিকেএসপির সবুরা খাতুনের দু’মিনিট ২৫.৫৬ সেকেন্ডের। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে দু’মিনিট ৪০.৭৫ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন নৌবাহিনীর এই সাঁতারু। তিনি ভাঙ্গেন ২০১৬ সালে নাঈমা আক্তারের দু’মিনিট ৪৪.৮০ সেকেন্ডের রেকর্ডটি। নারীদের ১০০ মিটার বাটারফ্লাই স্ট্রোকে নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা এক মিনিট ৮.৯৫ সেকেন্ডে ২০১৪ সালে এক মিনিট ১০.৪ সেকেন্ডে গড়া নিজের রেকর্ডটিই ভাঙ্গেন। পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদ দু’মিনিট ১৬.১৩ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। তিনি ভেঙ্গে দেন ১৬ বছর আগে ২০০৩ সালে গড়া রুবেল রানার দু’মিনিট ১৬.৭৬ সেকেন্ডের রেকর্ডটি। পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই স্ট্রোকে নৌবাহিনীর মাহমুদুন নবী নাহিদ ৫৬.৮২ সেকেন্ডে নতুন রেকর্ডের মালিক হন। ২০০৩ সালে সিনিয়র জুয়েল রেকর্ড গড়েছিলেন ৫৭.৫০ সেকেন্ডে। দিন শেষে নৌবাহিনী ছয়টি স্বর্ণ, পাঁচটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতে শীর্ষে রয়েছে। সেনাবাহিনীর দু’টি করে স্বর্ণ ও রুপা এবং পাঁচটি ব্রোঞ্জ জেতেন সেনাবাহিনীর সাঁতারুরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ