নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরার পুরস্কার নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। টানা খেলার মধ্যে থাকার পরও সাকিবের সেরা প্যারফর্মেন্সে পড়েনি কোনো ভাটা। টানা খেলার মধ্যে থাকায় কিছুটা ক্লান্ত বলে জানিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সেরা পারফর্মার সাকিব আল হাসান। ব্যাট এবং বোলিং উভয় বিভাগেই আলো ছড়িয়েছেন তিনি।
বিশ্বকাপের এখন পর্যন্ত ব্যাট হাতে করেছেন ১০৮ রান এবং বল হাতে ৯ উইকেট শিকার করেছেন। বিশ্বকাপে নিজের খেলার উপরে পড়তে দেননি ক্লান্তি। এছাড়াও ওমানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে বলে জানান সাকিব, ‘আমরা যে খেলাটি খেলছি তা আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে একটি ধাক্কা ছিল। কিন্তু টি -টোয়েন্টি ফরম্যাটে যে দল যেদিন ভালো করবে তারাই জিতবে।’
ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে টানা দুই ম্যাচে জয় দলকে চাপমুক্ত করেছে বলে মনে করেন সাকিব, ‘কিন্তু এখন চাপ কমে গিয়েছে এবং আমরা ভালোভাবে খেলতে পারছি।’
বিশ্বকাপের আগে টি-টোয়েন্টিতে নিজের সেরা পারফর্মেন্সকে হারিয়ে খুঁজছিলেন সাকিব আল হাসান। তবে বিশ্বকাপের মঞ্চে এসে ঠিকই নিজের সে পুরোনো ছন্দ ফিরে পেয়েছেন, ‘ফর্মে ফিরে আসার জন্য এটা সহজ ফরম্যাট নয়। কিন্তু সৌভাগ্যবশত আমি উপরে ব্যাট করার আরও সুযোগ পাচ্ছি।’
দীর্ঘদিন ধরেই বায়ো-বাবলের মধ্যে টানা ক্রিকেটের মধ্যে আছেন সাকিব। এটা তার জন্য বড় ক্রিকেট মৌসুম বলে আখ্যায়িত করেছেন তিনি, ‘একটু ক্লান্ত, আমি গত পাঁচ-ছয় মাস ধরে বিরতিহীন ক্রিকেট খেলছি। এটা আমার জন্য বড় ক্রিকেট মৌসুম।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।