Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি একটু ক্লান্ত : সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ৮:২১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরার পুরস্কার নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। টানা খেলার মধ্যে থাকার পরও সাকিবের সেরা প্যারফর্মেন্সে পড়েনি কোনো ভাটা। টানা খেলার মধ্যে থাকায় কিছুটা ক্লান্ত বলে জানিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সেরা পারফর্মার সাকিব আল হাসান। ব্যাট এবং বোলিং উভয় বিভাগেই আলো ছড়িয়েছেন তিনি।

বিশ্বকাপের এখন পর্যন্ত ব্যাট হাতে করেছেন ১০৮ রান এবং বল হাতে ৯ উইকেট শিকার করেছেন। বিশ্বকাপে নিজের খেলার উপরে পড়তে দেননি ক্লান্তি। এছাড়াও ওমানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে বলে জানান সাকিব, ‘আমরা যে খেলাটি খেলছি তা আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে একটি ধাক্কা ছিল। কিন্তু টি -টোয়েন্টি ফরম্যাটে যে দল যেদিন ভালো করবে তারাই জিতবে।’

ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে টানা দুই ম্যাচে জয় দলকে চাপমুক্ত করেছে বলে মনে করেন সাকিব, ‘কিন্তু এখন চাপ কমে গিয়েছে এবং আমরা ভালোভাবে খেলতে পারছি।’

বিশ্বকাপের আগে টি-টোয়েন্টিতে নিজের সেরা পারফর্মেন্সকে হারিয়ে খুঁজছিলেন সাকিব আল হাসান। তবে বিশ্বকাপের মঞ্চে এসে ঠিকই নিজের সে পুরোনো ছন্দ ফিরে পেয়েছেন, ‘ফর্মে ফিরে আসার জন্য এটা সহজ ফরম্যাট নয়। কিন্তু সৌভাগ্যবশত আমি উপরে ব্যাট করার আরও সুযোগ পাচ্ছি।’

দীর্ঘদিন ধরেই বায়ো-বাবলের মধ্যে টানা ক্রিকেটের মধ্যে আছেন সাকিব। এটা তার জন্য বড় ক্রিকেট মৌসুম বলে আখ্যায়িত করেছেন তিনি, ‘একটু ক্লান্ত, আমি গত পাঁচ-ছয় মাস ধরে বিরতিহীন ক্রিকেট খেলছি। এটা আমার জন্য বড় ক্রিকেট মৌসুম।’



 

Show all comments
  • Mohammad Raju Ahmed Ansari ২১ অক্টোবর, ২০২১, ১০:০৯ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ সুপার টুয়েলভ এ চলে গেছি। অভিনন্দন টিম টাইগার্স একদল চুল্কানি বাঙালী আছে যাদের কাজ সবসময় সমালোচনা করা,,,যদি আজকে বাংলাদেশ হারতো তাহলে বাংলাদেশ খেলা পারে না ছোট দলের সাথে হেরে যায় কিন্তু এখন বাংলাদেশ জিতছে তারাই বলবে পাপুয়ানিউগিনি কোনো দল হলো ইত্যাদি,, মানে এদের কাজ সবসময় সমালোচনা করা,আপনি ভালো করলেও করবে খারাপ করলে করবে ।যারা সাকিব কে নিয়ে ট্রল করে সাকিব একটু খারাপ খেললে,, সাকিব যেদিন অবসর নিবে সেদিন সাকিবের অবদান টা বুঝতে পারবা,, বাংলার লেজেন্ড এর সাথে কখনোই কোন খেলোয়াড় এর সাথে তুলনা হবে না বিশ্ব সেরা অলরাউন্ডার,,বাংলাদেশের যত অর্জন সব সাকিব ভাইয়ের হাত ধরে প্রতিটি বিপদের দ্বারপ্রান্ত থেকে বাংলাদেশ এর রক্ষাকর্তা সাকিব ।
    Total Reply(0) Reply
  • Tareq Mahmud ২১ অক্টোবর, ২০২১, ১০:১০ পিএম says : 0
    ইনশাআল্লাহ বাংলাদেশ ফাইনাল খেলবে।
    Total Reply(0) Reply
  • NushRat Tory Samira ২১ অক্টোবর, ২০২১, ১০:১০ পিএম says : 0
    অভিনন্দন অভিনন্দন অভিনন্দন টায়গার। সুপার ১২ তে বাংলাদেশ। মাহমুদুল্লাহ,সাইফুদ্দীন ও সাকিবের অলরাউন্ডার পারফরম্যানন্সের নৈপুণ্য PNG এর বিপক্ষে বাংলাদেশের ৮৪ রানের বিশাল জয়।
    Total Reply(0) Reply
  • Kamran Uddin Rayhan ২১ অক্টোবর, ২০২১, ১০:১১ পিএম says : 0
    টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পাপুয়ানিউগিনির বিপক্ষে ৮৪ রানের বড় ব্যবধানে জয় তুলে কোয়ালিফাই নিশ্চিত করলো বাংলাদেশ। আশা করি দ্বিতীয় পর্বে নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে। লাল সবুজের প্রিয় দলের জন্য শুভ কামনা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ বাংলাদেশ

৫ নভেম্বর, ২০২১
৩১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ