মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির মিউনিখ এবং ব্ল্যাক ফরেস্ট অঞ্চল থেকে দুই সেনা অফিসারকে গ্রেফতার করা হয়েছে। তারা দুইজনেই জার্মান সেনার সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছেন ফেডারেল প্রসেকিউটার। আদালত জানিয়েছে, ওই দুই সেনার সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক অন্তত ২৫ বছরের।
অভিযোগ, ওই দুই সেনা একটি ছোট ইউনিট বা গোষ্ঠী তৈরি করছিলেন। তাদের পরিকল্পনা ছিল ইয়েমেনের গৃহযুদ্ধে যোগ দিয়ে দ্রুত সমাধানসূত্র তৈরি করা। বস্তুত, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারের দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। সেই সংঘাতে সরকারের পক্ষে অংশ নিয়ে হুতি বিদ্রোহীদের আলোচনার টেবিলে বসানোই তাদের লক্ষ্য ছিল। কিন্তু এ কাজ করতে গিয়ে তাদের হাতে বহু মানুষের হত্যা হতে পারত বলে মনে করছে জার্মান আদালত। যে কারণে তাদের সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করা হয়েছে। দুই ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশও দেয়া হয়েছে।
জার্মানিতে গোপনীয়তার আইন কার্যকর আছে। ফলে দুই ব্যক্তির পুরো নাম জানানো হয়নি। একজনকে সম্বোধন করা হয়েছে অ্যারেন্ড অ্যাডল্ফ জি বলে। অন্যজন আচিম এ। ১২ থেকে ১৫ জনের একটি দল তৈরি করার পরিকল্পনা ছিল তাদের। মাসে ৪০ হাজার ইউরোর বিনিময়ে তারা ওই দল তৈরি করতে চাইছিল। যেখানে নেয়ার কথা ছিল সাবেক সেনা জওয়ান এবং পুলিশ অফিসারদের।
ইয়েমেনে প্রায় এক দশক ধরে শিয়া সম্প্রদায়ভুক্ত হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারের গোলমাল চলছে। রীতিমতো যুদ্ধ হচ্ছে। অভিযোগ, বিদ্রোহীদের মদত দিচ্ছে ইরান। অন্যদিকে সরকারকে সমর্থন করছে সৌদি আরব। সৌদি আরবের বক্তব্য, ইরান বিদ্রোহীদের মদত দিয়ে ওই অঞ্চলে নিজেদের আধিপত্য তৈরি করতে চাইছে। এই পরিস্থিতিতে ওই দুই সেনা অফিসার ঠিক করেছিলেন তারা দল তৈরি করে সরকার পক্ষের হয়ে লড়াই করবে। এবং বিদ্রোহীদের আলোচনার টেবিলে বসাতে বাধ্য করবে। অর্থের জন্য তারা সউদির সঙ্গে যোগাযোগ করেছিল বলেও মনে করা হচ্ছে। তবে সউদী আরব এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র: ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।