মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চার্লস স্যুমারকে খোলা চিঠি লিখেছেন ব্রিটিশ রাজবধ‚ মেগান মার্কেল। সেখানে সন্তানের জন্মের পর বেতনসহ পারিবারিক ছুটি জাতীয় অধিকার করা উচিত বলে উল্লেখ করেছেন মেগান। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসের উদ্দেশে লেখা ওই চিঠিতে মেগান মার্কেল বলেন- আমি যুক্তরাষ্ট্রের নির্বাচিত কর্মকর্তা নই। কোনও রাজনীতিবিদও নই। আমি অন্যদের মতোই এখানকার একজন নাগরিক এবং সন্তানের মা। চিঠিতে তিনি লেখেন, সন্তানের জন্মের পর অন্য সব মা-বাবার মতোই তারা আনন্দিত। পরিবারে নতুন সদস্য আগমনের পর তাদের কাজে ফিরতে হয়নি। কিন্তু খুব কম মা-বাবাই এই সুযোগ পান। যারা পান না, তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। এনডিটিভি জানায়, কংগ্রেসে পাঠানো চিঠিতে একজন মা হিসেবে সন্তান জন্মের পর বেতনসহ ছুটির পক্ষে কথা বলেছেন মেগান। বর্তমানে এই ইস্যুতে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।