Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেগান ফক্স আর মেশিন গান কেলি পরস্পরের রক্ত পান করেছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ১২:০৪ এএম

অভিনেত্রী মেগান ফক্স আর র‌্যাপ গায়ক মেশিন গান কেলি হলিউডের সবচেয়ে আলোচিত প্রেমিক- প্রেমিকা। পরস্পরের প্রতি তাদের অনুভূতি তারা অকপটে সোশাল মিডিয়াতে প্রকাশ করেন। সম্প্রতি তাদের বাগদান হয়েছে; এই সরল উপলক্ষটি তারা বিশেষভাবে পালন করেছেন। সংবাদ মাধ্যমের কাছে তারা জানিয়েছেন পরস্পরের ‘রক্ত পান’ করার মাধ্যমে তাদের বাগদান হয়েছে। উল্লেখ্য, গত জানুয়ারিতে তাদের বাগদান হয়েছে। তবে যেভাবে এই অনুষ্ঠানটি হয়েছে তা কিছুদিন আগে তারা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। স্বাভাবিকভাবেই তাদের এই পোস্ট কয়েক মিনিটের মধ্যে ব্যাপক প্রচার পায়। মেগান জানান কেলি তাকে বিয়ের প্রস্তাব দেয়ার পর তিনি সায় দেন এবং তারপরই তার আ পরস্পরের রক্ত পান করেন। অনেকে ধারণা করেছিল, তারা রসিকতা করছেন বা এতে কোনও প্রচ্ছন্ন ইঙ্গিত আছে, তবে ফক্স জানান তারা আক্ষরিকভাবেই কাজটি করেছেন তবে তারা শুধু কয়েক ফোটা রক্তপান করেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ