Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ১০

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ২:২১ পিএম

সাতক্ষীরা- খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার রানা সরদার (৩০) নিহত হয়েছেন। এ সময় আহত হয় অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে খুলনাগামী যাত্রীবাহী বাস পাটকেলঘাটার শাকদহা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
নিহত সুপার ভাইজার রানা সাতক্ষীরা ধুলিহর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে। আহতরা হলেন সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব
সরদারের সাজ্জাত সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর ছেলে ফরহাদুজ্জামান (২৪), খুলনার ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদরউদ্দিনের
ছেলে নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের ছেলে আল আমিন (২৮) রনিজৎ কর্মকারের ছেলে (৪০) প্রমূখ। এদের মধ্যে পাঁচজনকে পাটকেলঘাটা
পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ