Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার আদালতের পলাতক বেঞ্চ সহকারি গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ৯:৪৯ পিএম

খুলনার মূখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বেঞ্চ সহকারি শেখ মোস্তাক আহম্মেদ (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বাগেরহাট আদালতে এক বছরের সাজাপ্রাপ্ত একটি সিআর মামলায় পলাতক থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বাগেরহাটের দায়রা জজ আদালতে (সিআর নং-৩৪২/১৬) দায়ের হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব জানিয়েছে, গত সোমবার আনুমানিক রাত সোয়া ৮টার দিকে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী)’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা নগরীর হাদিস পার্ক এলাকায় অভিযান চালায়। সেখান থেকে শেখ মোস্তাক আহম্মেদকে গ্রেফতার করে। তাকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। মোস্তাক আহমেদ খুলনার আদালতে কর্মরত থাকাকালীন নানা অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ