প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কয়েকদিন বন্ধ থাকার পর আবারও প্রদর্শন শুরু হয়েছে ভারতীয় টিভি চ্যালেন। বিশেষ করে জি বাংলা ও স্টার জলসা।
বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার সঙ্গে সঙ্গে জি বাংলা ও স্টার জলসার মত জনপ্রিয় বাংলা চ্যানেলগুলি দেখানো বন্ধ হয়েছিল বাংলাদেশে।
অথচ, এই দুটি চ্যানেলের বাংলা সিরিয়ালগুলির জনপ্রিয়তা বাংলাদেশে প্রবল। বিশেষ করে মিঠাই ও অপরাজিতা অপু সিরিয়াল দুটি তো জনপ্রিয়তায় শীর্ষে।
দফায় দফায় আলোচনার পর স্টার জলসা এবং জি বাংলা বিজ্ঞাপন ছাড়া ক্লিন ফিড দিতে সম্মত হয়েছে। ফলে, দুটি চ্যানেলের সম্প্রচার শুরু হয়ে গেছে। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কড়া নজর রাখছে কোনও ভাবেই যাতে দেশের তথ্য সম্প্রচার আইন ভাঙা না হয়। দুই চ্যানেল কর্তৃপক্ষই জানিয়েছেন, বাংলাদেশে সিরিয়ালগুলির বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে তারা চ্যানেল চালু করেছেন ক্লিন ফিড দিয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।