Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

কমিক থ্রিলারে উষসী রায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

উষসীকে সবাই চেনে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বকুল কথা’র বকুল নামে। দুই বাংলায়ই তার ভক্তের অভাব নেই। একই চ্যানেলের ধারাবাহিক ‘কাদম্বিনী’তে তিনি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন। হঠাৎ করে সিরিয়ালটি বন্ধ হয়ে যাবার পর জি বাংলায় বিভিন্ন উৎসবভিত্তিক অনুষ্ঠান না বারকয়েক দেখা গেছে তাকে। এবার তাকে দেখা যাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইস্কাবনের রানি’তে। এই কমিক থ্রিলারটি পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জী; এতে উষসী রায়ের সঙ্গে অভিনয়ে আছেন কাঞ্চন মল্লিক। ফিল্মটি সম্পর্কে উচ্ছ¡সিত উষসী বলেন, “কমিক থ্রিলার ‘ইস্কাবনের রানি’র ট্রেইলার স¤প্রতি মুক্তি পেয়েছে। খুব প্রশংসা পাওয়া যাচ্ছে। আমার চরিত্রটি কমিক, এই প্রথম এই ধরণের চরিত্রে অভিনয় করলাম। আমার ক্যারিয়ারে যত চরিত্র করেছি তার থেকে এটি একেবারে আলাদা।” অভিমন্যু আর কাঞ্চনের সঙ্গেও এটি তার প্রথম কাজ। “তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। অভি দা অসাধারণ একজন পরিচালক। তিনি খুবই বন্ধুসুলভ, আমাকে বেছে নিয়েছেন বলে আমি কৃতজ্ঞ। কাঞ্চন দার সঙ্গে কাজ করে অনেক শিখেছি। তাকে অনেক দিন ধরে চিনি, ছোটবেলা থেকে তার অভিনয় দেখে আসছি। তার সঙ্গে কাজ করা স্বপ্ন পূরণের মত।” স্টার জলসার ‘মিলন তিথি’ দিয়ে উষসীর অভিনয়ে অভিষেক। এর পর তাকে একই চ্যানেলের ‘জয় কালি কলকাত্তাওয়ালি’তে দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উষসী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ