Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরাক্কেলে দ্বিতীয় রানার আপ বাংলাদেশের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ১২:০২ এএম

ভারতীয় জি বাংলা চ্যানেলের রিয়েলিটি শো মীরাক্কেল-এ দ্বিতীয় রানার আপ হয়েছেন বাংলাদেশের মো. তৌফিক এলাহী আনছারী উচ্ছ্বাস। তার সাথে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গের পার্থ সারথী। উচ্ছ্বাস রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের এমবিবিএস-এর ছাত্র। গত রোববার প্রতিযোগিতাটির দশম আসরের গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় এপিসোডে চ‚ড়ান্ত ফল ঘোষণা করা হয়। এতে চ্যাম্পিয়ন খেতাব পান ডুয়েট পারফরমার শুভজিৎ-শান্তনু। এছাড়া প্রথম রানার আপ বিজয়ী হন সিধু হেস ও রোশনি। উচ্ছ্বাস জানান, তার বাবা খুবই কৌতুকপ্রিয় মানুষ। মীরাক্কেলে বলা অনেক জোকসই বাবার কাছ থেকে শিখেছেন তিনি। তিনি বলেন, এবারের প্রতিযোগিতা ও গ্র্যান্ড ফিনালে পর্যন্ত যাওয়াটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। উল্লেখ্য, গত বছর ১১ অক্টোবর থেকে ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলার পর্দায় ভালো থাকার ভ্যাকসিন ট্যাগলাইন নিয়ে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জের নতুন সিজন শুরু হয়। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় রিয়্যালিটি শোটিতে যথারীতি সঞ্চালনায় ছিলেন মীর আফসার আলি। করোনা পরিস্থিতির মধ্যে এবারের আয়োজনে চার জন বাংলাদেশী কলকাতা পর্বে অংশ নেওয়ার সুযোগ পান। গত বছর ২৭ সেপ্টেম্বর ঢাকার গুলশানে অনুষ্ঠিত হয়েছিল মীরাক্কেল-এর দশম আসরের বাংলাদেশ পর্বের অডিশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জি বাংলা

১০ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ