Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জি বাংলা রহস্য ধারাবাহিক ‘লালকুঠি’তে রুকমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

একদম অন্য ধারার সিরিয়াল নিয়ে পর্দায় ফিরছেন রুকমা। বৌমা-শাশুড়ির টুলোচুলি, কিংবা স্বামীর পরকীয়ায় নাজেহাল স্ত্রীর গল্প বা লড়াকু মেয়ের ঘুরে দাঁড়ানোর গল্প যারা কিছুটা ক্লান্ত। তাদের বিনোদনে নতুন স্বাদ দেবে জি বাংলার নতুন মেগা ‘লালকুঠি’। নতুন বছর শুরুর পর থেকেই একের পর এক নতুন মেগা আসছে ছোট পর্দায়। সেই তালিকায় যোগ হল আরও একটি নাম ‘লালকুঠি’। আর সিরিয়ালের প্রথম প্রোমোতেই থাকল বড় চমক। এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করছেন ‘দেশের মাটি’র মাম্পি। প্রতিদ্বন্দ্বী চ্যানেলের নায়িকা হয়ে এবার ফিরলেন রুকমা রায়। স্টার জলসার কন্যাকে জি বাংলায় দেখে চমকে গেছেন অনেকেই। তবে প্রিয় নায়িকার কামব্যাক নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। আগেই জি বাংলায় শুরু হয়েছে ‘পিলু’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘গৌরী এলো’র মতো ধারাবাহিক। এবার একদম ভিন্ন ধারার গল্প নিয়ে হাজির চ্যানেল। বোঝাই যাচ্ছে এক নম্বর স্থান ফিরে পেতে কোনও কমতি রাখতে চায় না চ্যানেল কর্তৃপক্ষ। সাসপেন্স থ্রিলার বা হরর ধারার সিরিয়াল হবে এটি। সুবিশাল ‘লালকুঠি’তে বৃষ্টিভেজা রাতে একাকী ধরা দিলেন রুকমা। সেই কুঠির বাইরে এসে থামে এক গাড়ি। লাল শাড়িতে কোনও অনুষ্ঠানে যাওয়ার জন্য সেজেগুজে রেডি অভিনেত্রী। নতুন কনেই মনে হল তাঁর সাজ দেখে। ‘বৃষ্টিটা একটু ধরলেই আসছি’, ফোনের ওপারে কাউকে এমনটাই জানায় সে। এর মাঝেই গুনগুন করে গান ধরে ‘ও গো মায়া ভরা চাঁদ’। তবে আচমকাই কোনও ছায়ামূর্তি পিছন দিয়ে হেঁটে যায়। এরপর এক গা থমথমে পরিবেশ। কুঠির দরজা দমকা হওয়ায় বন্ধ হয়ে যায়, সেগুলো টেনে খোলবার চেষ্টা করেও ব্যর্থ রুকমা। তারপর সেই রহস্যই উঠে আসবে ‘লালকুঠি’তে। কোন স্লটে আসবে ‘লালকুঠি’? জল্পনা ‘কড়ি খেলা’র জায়গা নিতে পারে এই সিরিয়াল। তবে এখনও এই নিয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য মেলেনি। তবে রাতের স্লটেই আসবে রুকমা রায়ের নতুন সিরিয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জি বাংলা রহস্য ধারাবাহিক ‘লালকুঠি’তে রুকমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ